2024-12-19
agartala,tripura
রাজ্য

বি বি এম সি কলেজে এনসিসি অ্যালুমিনি এসোসিয়েশনের যোগা দিবসে যোগা প্রদর্শন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-গোটা বিশ্বের সাথে সঙ্গতি রেখে সম্প্রতি ত্রিপুরাতেও সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় আন্তর্জাতিক যোগা দিবস। এবার খানিকটা দেরিতে হলেও যোগাসন প্রদর্শনীর মধ্য দিয়ে যোগা দিবস পালন করল এনসিসি অ্যালুমিনিয়াম এসোসিয়েশন। যোগা দিবসের দিন বিশেষ অসুবিধার কারণে এবং ছাত্র ছাত্রীদের পরীক্ষা থাকায় দিনটি পালন করা সম্ভব হয়নি এসোসিয়েশনের। তাই শনিবার আগরতলা বিবিএমসি কলেজে বিশেষ যোগা প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসটি পালন করল এসোসিয়েশনের সদস্যরা। দেরিতে হলেও যোগা দিবসে বিশেষ যোগা প্রদর্শনীর আয়োজন করায় অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এক ছাত্র এদিন জানান, আগামী দিন এই সংগঠন আরো নানা কর্মসূচি সংঘটিত করবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service