2024-12-15
agartala,tripura
রাজ্য

১ লা জুলাই থেকে শুরু হচ্ছে স্বর্ন কমল স্বর্নবর্ষা উৎসব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুভ রথযাত্রা ও স্বর্ণবর্ষা উপলক্ষে স্বর্ণকমল তার ক্রেতাদের জন্য নিয়ে এল নানা উপহার ও অফার । স্বর্ণকমল আয়োজিত স্বর্ণবর্ষা শুরু হবে আগামী ১ লা জুলাই থেকে চলবে ২২ শে জুলাই পর্যন্ত। তারই পরিপ্রক্ষিতে স্বর্ণবর্ষা ও রথযাত্রা উপলক্ষে রাজধানীর স্বর্ন কমল জুয়েলার্স প্রতিষ্ঠানে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠকে সংস্থার কর্নধার সুরজিত চক্রবতী স্বর্ন কমল জুয়েলার্সের ব্যবসায়ের নানা সফলতার পাশাপাশি স্বর্ন কমল জুয়েলার্সের স্বর্নবর্ষা উৎসবের নানা অফার তুলে ধরে জানান, মেগা লাকি ড্রতে ২ টি স্কুটি , লাকি ড্রতে প্রতিদিন ২ জন পাবেন Home অথবা Kitchen appliances , এছাড়া প্রতিটি কেনা কাটায় স্বর্ণমুদ্রা ( ১২ গ্রাম সোনার গয়না কেনাকাটায় অথবা হিরের গয়নায় ২৫ হাজার টাকার উর্ধে কেনাকাটার উপর ) সাথে সোনার গয়নার মজুরিতে 20 % ছাড় ও হীরের গয়না কেনাকাটায় মজুরিতে ৭৫ % ছাড় । প্রতিটি কেনাকাটায় উপহার তো আছেই | তাছাড়া পুরানো সোনার গয়নার পরিবর্তে নতুন হলমার্ক যুক্ত সোনার গয়না কেনার সুবর্ণ সুযোগ রয়েছে বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service