2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

উপ নির্বাচনের পরবর্তী হিংসার প্রতিবাদে মৌন কর্মসূচি করল রাজ্য তৃণমূল কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের উপনির্বাচনের পর সারা রাজ্য জুড়ে যে হিংসা ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়ে রাজধানীর সার্কিট হাউজস্থিত গান্ধী মূর্তির পাদদেশে রাজ্য তৃণমূল কংগ্রেস মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করেন৷ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি সুবল ভৌমিক, তৃণমূল কংগ্রেসের বিজিত প্রার্থী পান্না দেবসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন তৃণমূল কংগ্রেস সভাপতি সুবল ভৌমিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন উপ নির্বাচনের পর সারা রাজ্য জুড়ে যে সন্ত্রাস কায়েম রয়েছে তার বিরুদ্ধে রাজ্য সরকারের কোন হেলদোল নেই, এক প্রকার জঙ্গলের রাজত্ব কায়েম করে রেখেছে। শুধু তাই নয় এই সন্ত্রাস নিয়ে অন্যান্য বিরোধী দলগুলিরও কোন প্রকার প্রতিবাদ নেই শুধু কিভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায় সেদিকেই তাকিয়ে রয়েছে। এই দিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service