2024-12-20
agartala,tripura
রাজ্য

শুরু হতে চলেছে আদর্শ মাতৃত্ব অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আদর্শ মাতৃত্ব অভিযান গর্ভবতী মহিলা ও গর্ভজাত শিশুর স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে ১ জুলাই ২০২২ থেকে আদর্শ মাতৃত্ব অভিযান – র রাজ্যব্যাপী সূচনা হতে চলেছে। চলবে ১৪ জুলাই অবধি, ২০২২-২৩ অর্থবছরে সারা রাজ্যে গর্ভবর্তী মহিলার সংখ্যা প্রায় ৫৯ হাজার ৮৭০ জন ধরা হয়েছে। প্রথম পর্যায়ে আদর্শ মাতৃত্ব অভিযান – সারা রাজ্যে প্রায় ২৯ হাজার ১৩৭ জন গর্ভবতী মহিলাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। এই অভিযানের প্রথম ৫ দিন আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এলাকার প্রজননক্ষম দম্পতি এবং গর্ভবর্তী মহিলাদের তালিকা তৈরি করবেন । বুধবার আগরতলার জাতীয় স্বাস্থ্য মিশনের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করা হয় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সিদ্ধার্ত শিব জয়সওয়াল, এই দিন সাংবাদিক সম্মেলনে জাতীয় স্বাস্থ্য মিশনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service