জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজাদী কা অমৃত মহোৎসব ত্রিপুরা সরকারের উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তর কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সমন্বিত প্যাক হাউস উদ্যানতত্ত্ব নাগিছড়া গবেষণা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠান করেন কেন্দ্রীয় কেন্দ্রীয় কৃষি মন্ত্রী কৈলাস চৌধুরী, তাছাড়া ও উপস্তিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কৃষি মন্ত্রি প্রানজিত সিংহ রায়, সহ অন্যান অধিকারিকরা। এ দিন কিভাবে রাজ্যের কুইন আনারস, ও কিউ আনারসকে মেশিনের মধ্যেমে পরিস্কার করে বহি রাজ্যে পাঠানো হয় তা সরজোমিনে পরিদশন করেন কেন্দ্রীয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৈলাস চৌধুরী সহ অন্যান অতিথিরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৈলাস চৌধুরী বলেন কৃষকরা আত্মনির্ভর হতে হলে কৃষকদের বীজ,এবং কোল্ড ষ্টোরেজ এর ব্যবস্থা করা হলে এবং সেই কৃষি পণ্য গুলো বাজারজাত করা হলো করে কৃষকদের আয় দ্বিগুণ হবে, এদিন কেন্দ্রীয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৈলাস চৌধুরী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও কৃষিমন্ত্রী প্রানজিত সিংহ রায় সহ অন্যান্য অতিথিরা সবুজ পতাকা নাড়িয়ে বহিরাজ্যে আনারসের গড়ির যাএা সুচনা করেন।
রাজ্য
উদ্বোধন হল উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তর কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সমন্বিত প্যাক হাউস উদ্যানতত্ত্ব গবেষণা কমপ্লেক্সের
- by janatar kalam
- 2022-06-28
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this