2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নিজেদের তৈরী মাস্ক বিতরনে আসাম রাইফেলসের জওয়ানরা

দেশে বিভিন্ন দুর্যোগ মোকাবিলার পাশাপাশি দেশের গরিবদের স্বার্থেও এক পায়ে দাঁড়িয়ে আসাম রাইফেলসের জওয়ানরা . জানা যায় আসাম রাইফেলসের ২১নং ব্যাটেলিয়নের পূর্ব আগরতলা শাখার উদ্যোগে জিরানিয়া মহকুমার অন্তর্গত মান্দাইস্থিত বিডিও কার্যালয়ের সামনে এলাকাবাসীদের মধ্যে আসাম রাইফেলসের নিজস্ব হাতে তৈরী মাস্ক প্রদান করা হয় . আসাম রাইফেল জওয়ানদের এই ধরণের কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয় .

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service