2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রদেশ বিজেপির কালো দিবস পালন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ থেকে ৪৫ বছর আগে, ১৯৭৫ সালের ২৫জুন গভীর রাতে জরুরি অবস্থা জারি হওয়ার পরের দিন ২৬ জুন অল ইন্ডিয়া রেডিও থেকে তত্‍কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কন্ঠে বেজে ওঠে ”অযথা আতঙ্কিত হবেন না। রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেছেন।” আগের রাতে তত্‍কালীন রাষ্ট্রপতি ফকিরুদ্দিন আলি আহমেদকে দিয়ে জরুরি অবস্থার নির্দেশনামা স্বাক্ষর করান ইন্দিরা। রেডিওতে তাঁর ওই ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেক সদস্যেরই জানা ছিল না দেশে এমন ঘটনা ঘটতে চলেছে। জরুরি অবস্থা জারির পাশাপাশি দিল্লির সংবাদপত্রগুলির ছাপাখানায় বিদ্যুত্‍ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে সংবাদপত্র ছাপতে না পারে তারপরের দুদিন। দেশের অভ্যন্তরীণ অশান্তি নিয়ন্ত্রণের উদ্দেশ্য এই জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে যুক্তি দেওয়া হয়েছিল। আর তারফলে বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার মতো সাংবিধানির অধিকার কেড়ে নেওয়া হয় তাই ভারতবর্ষের ইতিহাসে এই দিনটিকে কালো অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। তারই পরিপ্রেক্ষিতে শনিবার সারা দেশের সঙ্গে ২৫ জুন দিনটিকে রাজ্যেও কালো দিবস হিসেবে উদযাপন করলো ভারতীয় জনতা পার্টি। মূল অনুষ্ঠানটি হয় আগরতলার কৃষ্ণনগরস্থিত বিজেপির সদর কার্যালয়ে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন এখন পর্যন্ত তিন বার দেশ জরুরী অবস্থার মধ্যে পড়েছে। ১৯৬২ ,১৯৭১ এবং ১৯৭৫ সালে এই জরুরী অবস্থা জারি করা হয়েছিল। যার কারনেই দেশে পালিত হয়ে থাকে কালো অধ্যায়। নিজের ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে ইন্দিরা গান্ধী এই জরুরী অবস্থা জারি করেছিলেন। যার মাধ্যমে গনতন্ত্রকে হত্যা করা হয়েছিল সেই সময়ে। এক লাখের উপরে মানুষকে জেলবন্দি করা হয়েছিল। ১৯৭৫ সালের এই জরুরি অবস্থা ছিল ২১ মাস টানা। সুপ্রীম কোর্ট পর্যন্ত এই বিষয়টি যায়। আইন বদল করে এই জরুরী অবস্থা জারি রাখার অপপ্রয়াস ও চালান তৎকালিন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলে জানান। এদিনের অনুষ্ঠানে দলের সভাপতি তথা বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাসহ দলের অন্যান্য কার্যকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service