2024-12-18
agartala,tripura
রাজ্য

23 শে আগস্ট দিল্লি চলো অভিযানের ডাক দিল আইপিএফটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজধানী আগরতলা প্রেসক্লাবে রাজ্যের শাসকদলের জোট শরিক আইপিএফটি এক সাংবাদিক বৈঠকে মিলিত হন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা। এদিন সংবাদমাধ্যমের সামনে আইপিএফটি দল 23 আগস্ট এবছর তিপ্রাল্যাণ্ড দিবসে দিল্লি চলো অভিযানের ডাক দেন। কেননা রাজ্যের এ ডি সি এলাকাকে নিয়ে পৃথক রাজ্যের দাবির স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক ময়দান বরাবরই গরম করে থাকে বর্তমান সরকারের জোট শরিক আইপিএফটি। তাছাড়া 2018 বিধানসভা নির্বাচনেও এই দাবি সামনে রেখে লড়াই করেছিল উপজাতি ভিত্তিক এই দল। প্রতিবছর তারা 23 আগস্ট তিপ্রাল্যান্ড দাবি দিবস পালন করে থাকে, তবে এ বছর ত্রিপুরায় নয় সরাসরি দিল্লি চলো অভিযানে ডাক দিল আইপিএফটি। তারই পরিপেক্ষিতে শনিবার আগরতলা প্রেসক্লাবে দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই কর্মসূচি সঠিকভাবে রূপায়নের জন্য শনিবার বৈঠক করে আইপিএফটি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service