2024-12-18
agartala,tripura
রাজ্য

কৃশান শ্রমিকের মিটিং এ সরকারে বিধলেন বীরজিৎ

বাম ও রাম শাসন এক ধরনের। গরিবের শোষণ। চাকরি নেই কাজ ও সংকটে। সরকারের কাজের এমনভাবেই সমালোচনা করলেন প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত কৃশান শ্রমিক ও যুব সমিতির মিটিংএ সরকারকে বিধলেন তিনি। পাশাপাশি ১০৩২৩ ও ছাটাইকরা রেগার জি আর এসদের পাশে সংঘঠন থাকবে দৃঢ়তার সাথে জানিয়েছেন বীরজিৎ সিনহা। তিনি অভিযোগ করেছেন বিজেপি ও আই পি এফ টি জোট সরকার ভিশন ডকুমেন্টের কথা গুলি পুরণ করা হয়েছে জনগণ জানেনা। কথা এবং কাজে মিল নেই। মানুষের আশাগুলি তাসের ঘরের মত তছনছ হয়েছে। গরীবকে শোষণ করছে দেশ ও রাজ্যের বিজেপি সরকার । এদিন সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়দুল হোসেন, প্রাক্তন যুব কংগ্রেস নেতা সুশান্ত চক্রবর্তী ও অন্যান্যরা ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service