2024-12-19
agartala,tripura
রাজ্য

মনোনয়নপত্র জমা দিলেন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু

জনতার কলম প্রতিনিধিঃ- দেশের প্রথম আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু এনডিএ-র প্রার্থী হিসাবে মনোনীত হবার পর শুক্রবার রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দিলেন। শুক্রবার দুপুরে সংসদ ভবনে দ্রৌপদী মুর্মুর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রী, সাংসদ, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এদিন সংসদ ভবনে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন পেশ করার পূর্বে সংসদ চত্বরে জাতির জনক মহাত্মা গান্ধী, ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকর ও বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানান দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিতে হলে অন্তত ৫০ জন সাংসদ কিংবা সমসংখ্যক বিধায়ককে প্রস্তাবক হতে হয়। বিজেপি সূত্রের মতে, দ্রৌপদীর প্রস্তাবক হিসাবে একেবারে তালিকার প্রথমেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। যে ভাবে দ্রৌপদীর সমর্থনে এনডিএ শিবিরের বাইরের দলগুলি এগিয়ে এসেছে, তাতে দ্রৌপদীর জয় কার্যত নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। তাঁর প্রতিপক্ষ যশবন্ত সিন্‌হা আগামী ২৭ জুন মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service