2024-11-25
agartala,tripura
রাজ্য

আন্তর্জাতীক যোগা দিবসে সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের কর্মসূচি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আন্তর্জাতীক যোগা দিবসে ব্যাপক প্রচার কর্মসূচী হাতে নিয়েছে সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন | একই দিনে কুমারঘাট এবং আগরতলায় যোগা দিবস উদযাপন ও আলোচনা করা হয় | আন্তর্জাতীক যোগা দিবসে ব্যাপক প্রচার কর্মসূচী চালিয়েছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন আগরতলা ও কৈলাশহর ফিল্ড অফিসের উদ্যোগে পৃথক পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে | 21 জুন মঙ্গলবার সকাল ছয়টায় কুমারঘাট দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সহায়তায় স্থানীয় কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে যোগা দিবস উদযাপন অনুষ্ঠান | এখানে যোগা প্রদর্শনের পাশাপাশি করা হয় আলোচনাচক্র, ক্যুইজ কম্পিটিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান | অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক পবিত্র চন্দ্র দেবনাথ, রঞ্জু দে, রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অনিস রঞ্জন সেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক তপন কুমার দাস, এছাড়াও উপস্থিত ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সভাপতি কিশোর দাস, সম্পাদক স্বপন দেব,যোগা ইন্সট্রাক্টর প্রিতম পাল, অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন আগরতলা এবং কৈলাশহর ফিল্ড অফিস ইনচার্জ এইচ কে চেঙ | এদিনের অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন নীলকন্ঠ সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনের শিল্পী বৃন্দ, এছাড়াও কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ | এদিকে এদিন আগরতলার নরসিং গড় নৃপেন চক্রবর্তী কমিউনিটি হলে উদযাপন করা হয় আন্তর্জাতীক যোগা দিবস | এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট পুলিশ স্টেশনের ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জি | বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসমো ক্লাবের সভাপতি শেখর ভট্টাচার্য, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিত্য জয় চক্রবর্তী,সাংবাদিক তপন কুমার দাস ,যোগা ইন্সট্রাক্টর নমিতা রাজবড় প্রমূখ,| এখানে স্বাগত ভাষণ দিতে গিয়ে সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন আগরতলা এবং কৈলাশহর ফিল্ড অফিস ইনচার্জ এইচ কে চেঙ বিশ্ব যোগা দিবস পালনের অন্যতম উদ্যোক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়শী প্রশংসা করেন | নরসিং গড়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে নরসিং গড় পি এসের ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জি আন্তর্জাতীক যোগা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন |এদিনের অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সরোজ সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দ | অনুষ্ঠানে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যক্তিবর্গ | অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয় |

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service