2024-12-18
agartala,tripura
রাজ্য

প্রচারের শেষ লগ্নে প্রচারে ঝড় তুললেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি

জনতার কলম ত্রিপুরা যুবরাজনগর প্রতিনিধি :- সোমবার প্রচারের প্রায় শেষ লগ্নে ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে তেজী ভাব আনতে যোগদান করলেন পশ্চিমবঙ্গ থেকে আগত ভারতীয় জনতা পার্টির সাংসদ লকেট চ্যাটার্জি । উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ভগবান দাস,প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায়,রাজ্য যুব মোর্চার সভাপতি নবাদল বণিক,৫৭ যুবরাজনগর মন্ডলের সভাপতি নান্টু গোস্বামী এবং প্রার্থী মলিনা দেবনাথ । পরপর তিন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পর সোমবার তুলনামূলক সকাল থেকে দিনটা ছিল ভাল । তাই বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি আসবে এই খবরে তিলথৈ বাজারে সকাল থেকেই লোকের সমাগম বাড়তে থাকে। লকেট চ্যাটার্জি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন,এই কেন্দ্রের প্রার্থী মহিলা শক্তি এবং নারী শক্তির প্রতীক । ভারতবর্ষের মানুষ মাতৃশক্তি কে প্রচন্ড ভক্তি করে । এই মাতৃশক্তির প্রতীক হিসাবে এই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে রয়েছেন মলিনা দেবনাথ । মলিনা দেবনাথ কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান । ২০১৮ তে এ রাজ্যের মানুষ সিপিএম থেকে মুক্তি পেয়েছিল । আর মুক্তি দিয়েছিল বিজেপি । ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার রাজ্যকে যেভাবে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে চলেছে তার প্রশংসা করেন সাংসদ । তাই বিজেপির শক্তি আরো দৃঢ় করতে এই কেন্দ্রে মাতৃ শক্তির প্রতীক মলিনা দেবনাথকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন সাংসদ । উপস্থিত জাতি জনজাতি ভোটারদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service