জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রচারের শেষ দিনে বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহার সমর্থনে এক রোড শোতে অংশগ্রহণ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পাশাপাশি উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্বশর্মা, পশ্চিমবঙ্গের সাংসদ লকেট চ্যাটার্জি, প্রার্থী ডাঃ মানিক সাহা ও অন্যান্যরা। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী শেষ প্রচারের মিছিলে অংশগ্রহণ করে জানান আমি নিশ্চিত এই আসন নয় শুধু রাজ্যের চার চারটি আসনে আমরা বিপুল ভোটে জয়ী হব। কারণ রাজ্যে উন্নয়নের জোয়ার কে কোন শক্তি আটকে রাখতে পারবেনা। রইলো সিপিআইএম ও কংগ্রেসের ভাই ভাই সম্পর্ক গত ২৫ বছরের সম্পর্ক রাজ্যের প্রত্যেকটা মানুষ বুঝে গিয়েছে গত ২০১৮সালের নির্বাচনের ফলের মধ্য দিয়েই। এখন আর তাঁদের কাছে মানুষকে বিশ্বাস দেওয়ার মতো কিছুই নেই। এখন যা কিছু আছে সবটাই ভাঁওতামী তাই বলি তাঁদেরকে ভোট দিয়ে নষ্ট না করে উন্নয়নের সরকারকে বিপুল পরিমানে ভোট দিয়ে ৪বিধায়ক ও বিধায়িকা কে বিধানসভায় নিয়ে যাওয়ার আহব্বান করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে রবিবারের বিজেপির শেষ প্রচারে দলীয় কার্য্য কর্তাদের মিছিলে ভিড় ছিলো লক্ষনীয়।
রাজ্য
রবিবারের শেষ প্রচারে শহর কাঁপিয়ে মিছিল করে দাপট দেখালো বিজেপি
- by janatar kalam
- 2022-06-19
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this