2024-12-19
agartala,tripura
রাজ্য

বন্যাপীড়িতদের জল খাবারের ব্যবস্থা করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ভারী বর্ষণ ও আকস্মিক জলস্ফীতির ফলে ক্ষতিগ্রস্ত ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং এদিন তিনি বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ও বন্যাপীড়িতদের মধ্যে তাঁদের চাহিদা অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেন। তাছাড়া ত্রাণ শিবিরে গিয়ে সেখানকার বন্যা পীড়িতদের সঙ্গে কথা বলেন।বন্যার্তদের মাঝে খাবার,বিশুদ্ধ পানীয় জল ও ওষুধ বিতরণেরও ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। এদিন তিনি বলেন আমরা বিশ্বাস করি বর্তমান পরিস্থিতিতে আগরতলাবাসী বন্যার্তদের পাশে থেকে দায়িত্বশীলতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করবে। পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় এই অঞ্চলের মানুষ ধৈর্য্য ও সাহসিতা দিয়ে এই সমস্যা মোকাবেলা করতে সক্ষম হবে বলে অভিমত ব্যক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service