2024-12-18
agartala,tripura
রাজ্য

ভারী বর্ষণে প্লাবিত শহর আগরতলার বিভিন্ন নিম্নাঞ্চল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্য প্রশাসন পরিস্থিতির উপর প্রতিনিয়ত নজর রাখছে অতি বর্ষণের ফলে আগরতলা শহরের বিভিন্ন নিম্নাঞ্চল জলপ্লাবিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে , আতঙ্ক বা উদ্বেগের কিছু নেই । রাজ্য প্রশাসন পরিস্থিতির উপর প্রতিনিয়ত নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে । আজ সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল , নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার এবং স্টেট প্রজেক্ট অফিসার শরৎ দাস আজকের বর্ষণজনিত পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন দপ্তরের যৌথ পদক্ষেপের বিষয়সমূহ সাংবাদিকদের অবহিত করেন । সাংবাদিক সম্মেলনে প্রধান সচিব শ্রী আগরওয়াল জানান , মুখ্যমন্ত্রী প্রফেসর ডা . মানিক সাহা আজ ইন্দ্রনগরস্থিত ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টারে শহরের পরিস্থিতি নিরীক্ষণ এবং পর্যালোচনা করেন । মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশ দেন । পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসন ২৪ ঘন্টা নজরদারি জারি রেখেছে । এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে প্রধান সচিব শ্রী আগরওয়াল জানান । তাছাড়া তিনি আরও জানান , আগরতলা শহরের জল নিষ্কাশনের কাজে ১৬ টি পাম্পকে কাজে লাগানো হয়েছে । বৃষ্টির পূর্বাভাষ সংক্রান্ত তথ্য এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাদি গ্রহণ করার জন্য রাজ্যের সমস্ত জেলাশাসকদের আগাম বার্তা পাঠানো হয়েছে । এনডিআরএফ , এসডিআরএফ , ফায়ার সার্ভিস , সিভিল ডিফেন্স , আপদা মিত্র সহ সংশ্লিষ্ট সকলকেই পরিস্থিতি মোকাবিলা এবং ত্রাণ ও উদ্ধারের কাজে লাগানো হয়েছে । এখন পর্যন্ত আগরতলা শহরে ৮ টি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং শিবিরে আশ্রয় নেওয়া প্রায় চার শতাধিক লোককে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্যাকেট ফুড বিতরণ করা হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service