2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মহিলাদের সম্মানজনক সামাজিক অংশীদারিত্ব ও সশক্তিকরণ আমাদের অন্যতম অগ্রাধিকার- বিপ্লব কুমার দেব

জনতার কলম প্রতিনিধিঃ- বৃহস্পতিবার যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী শ্রীমতি মলিনা দেবনাথের সমর্থনে আয়োজিত হয় এক জনসভা। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বলেন চা বাগিচা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য দুই গন্ডা জমি সহ গুচ্ছ পরিকল্পনা সফল ভাবে রূপায়িত হচ্ছে l তার সাথে শ্রমিক কৃষক সহ সমস্ত অংশের নাগরিকদের জীবন জীবিকার মানোন্নয়নের মাধ্যমে অন্তিম ব্যক্তি পর্যন্ত প্রত্যেকটি প্রকল্পের লাভ পৌঁছে যাচ্ছে l এর ফলে রাজ্যের চা বাগিচা শ্রমিকের সন্তানও টিসিএস অফিসার সহ প্রশাসনিক উচ্চ পদে আসীন হওয়ার সুযোগ পাচ্ছেন l তাছাড়া এদিন তিনি আরো বলেন মহিলাদের সম্মানজনক সামাজিক অংশীদারিত্ব ও সশক্তিকরণ আমাদের অন্যতম অগ্রাধিকার l বিগত দিনে নারী সশক্তিকরণের দোহাই দিয়েও মহিলাদের বাস্তবিক উন্নয়ন পরিলক্ষিত হয়নি l কিন্তু বর্তমানে মহিলাদের নিয়োগে ৩৩ শতাংশ সংরক্ষণ, আর্থিক সমৃদ্ধি সহ সমস্ত অধিকার সুনিশ্চিত হচ্ছে l
আসন্ন চার কেন্দ্রের উপ-নির্বাচনেও দুটিতেই ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মহিলা l যুবরাজ নগর কেন্দ্রের মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে আমি সম্পূর্ণ আশাবাদী, এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বিশাল জনমত নিয়ে বিজয়ী হবে l এদিনের জনসভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service