2024-12-20
agartala,tripura
রাজ্য

রাহুল গান্ধীকে ইডি দপ্তরের 30 ঘণ্টার লাগাতার জিজ্ঞাসাবাদ ও মানসিক হেনস্থার প্রতিবাদে রাজভবন অভিযান প্রদেশ কংগ্রেসের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড ইস্যুতে ইডি’র জজ্ঞাসাবাদকে কেন্দ্র করে ২ দিন ইডি দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রদেশ কংগ্রেস। রাহুল গান্ধী কে ইডি লাগাতর ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পাশাপাশি উনাকে হেনস্থা করা হয়েছে অভিযোগ প্রদেশ কংগ্রেসের, তারই প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য প্রদেশ কংগ্রেস এর পক্ষ থেকে রাজভবন অভিযান করেন কিন্তু পুলিশ তাদের বাধা দান করলে তারা রাস্তায় বসে আন্দোলন করেন। এই দিনের আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদিকা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায় সহ অন্যান্য প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থক ও যুব কংগ্রেসের সভাপতি রাকু দাস। এই দিনের আন্দোলন কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায় বলেন রাহুলের বিরুদ্ধে অন্যায় ভাবে ইডি দপ্তর যে ব্যবস্থা গ্রহণ করেছেন তার ধিক্কার জানান পাশাপাশি তিনি আরো বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ব্যর্থতাকে ঢেকে মানুষের নজর অন্য দিকে ঘোড়ানোর জন্য কংগ্রেসের বিরুদ্ধে এই জঘন্যতম অপবাদ লাগিয়েছেন বলে কিন্তু এর প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের সংগ্রাম চলছে চলবে বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service