2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

“গুরুর এলাকায় শিষ্যের বাজিমাত” কংগ্রেস দলে ভাঙ্গন ধরিয়ে আসন্ন উপ নির্বাচনের পূর্বে বিরোধী কংগ্রেসকে ব্যাকফুটে ফেলে দিল শাসক বিজেপি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন উপনির্বাচনের প্রাক্কালে ধ্বস নামলো বিরোধী কংগ্রেস শিবিরে। এই উপনির্বাচনে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রকে পাখির চোখ করে ময়দান চোষে বেরিয়ে চলছে শাসক দল বিজেপি। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে জেনে নেওয়া হচ্ছে এলাকাবাসীর সুবিধা ও অসুবিধা এবং দৈনন্দিন জীবনের নানা সমস্যার কথা। তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদানের পাশাপাশি 6 আগরতলা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী শ্রী অশোক সিনহা কে জয়যুক্ত করার জন্য আহ্বান রাখা হয়েছে শাসক দলের প্রভারীদের দ্বারা। তারপর ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গিয়ে যুবক যুবতীদের সাথে করেছেন জনসম্পর্ক অভিযান ও। তারই ফলস্বরূপ মঙ্গলবার বিরোধী কংগ্রেস শিবিরে এই উপ নির্বাচনের প্রাক্কালে এই বিরাট ধাক্কা। জানা যায় মঙ্গলবার মন্ত্রী সুশান্ত চৌধুরী , প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বনিক এবং ৬ আগরতলা মন্ডল সভাপতি হিরালাল দেবনাথ , সদর শহর জেলা যুব মোর্চার সভাপতি প্রসেনজিৎ ঘোষ মহোদয়ের হাত ধরে শান্তব্রত গৌশ্বামীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের ছাত্র সংগঠনের সম্পাদক সফল সাহা সহ ১০ পরিবারের ৪৭ জন কংগ্রেস দল ছেরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে বলে। নবাগতদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বলা চলে আজ কংগ্রেস শিবিরে এই ভাঙ্গনের পর সাংগঠনিক দিক দিয়ে অনেকটাই পিছিয়ে পড়বে কংগ্রেস দল। যার দরুন নিজেকে হৃদয় সম্রাট বলে দাবি করা সুদীপ রায় বর্মনের ভোট ব্যাংকে ঘাটতির দেখা দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service