2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোট দিন- আম আদমি পার্টী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী ২০২৩ শে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন আম আদমি পার্টি। দলীয় সংগঠনকে আরে শক্তিশালি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সুমন লস্কর কে। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে আম আদমি পার্টির পক্ষ থেকে যোগদান সভার আয়োজন করা হয় এ দিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন আম আদমি পার্টির ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত কো ইনচার্জ আবদুল মোহাম্মদ আফজাল ও আম আদমি পার্টির কনভেনার সুমন লস্কর সহ অন্যান্য কর্মী-সমর্থকরা। এই দিন গ্রাম পাহাড় থেকে প্রতিনিধিদের দলীয় পতাকা পড়িয়ে তাদের কে বরন করে নেন। এই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এিপুরার দায়িত্বপ্রাপ্ত কো ইনচার্জ বলেন আগামী ২৩শে জুন অনুষ্ঠিত হতে চলা উপনির্বাচনে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য প্রার্থী দেওয়া হয়নি। তাই যার যার নিজস্ব ভোট নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, কোন দলকে সহযোগিতা করা হবে না বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service