জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি আন্দোলনে যোগ দিলো হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজের সকল স্তরের ইন্টার্নিরা । অবিলম্বে দাবি মানা না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান। এই কর্মবিরতি কে কেন্দ্র করে ত্রিপুরার মেডিকেল কলেজ হাসপাতালে পরিষেবা দ্বিতীয় দিনে ওদিনেই গিয়ে ঠেকেছে । এতে করে হাসপাতালে চিকিৎসাধীন রুগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ । গত পাঁচ বছর ধরে হাপানিয়া সিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নিদের স্টাইপেন্ড বৃদ্ধি করা হচ্ছে না । গত ২০১৭-১৮ অর্থবর্ষে শেষবারের মতো তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করে মাসে ১৪৫০০ টাকা করা হয়েছিল । এরমধ্যে কলেজ কর্তৃপক্ষ ২০০০ টাকা করে কেটে দিচ্ছে বলে অভিযোগ । ফলে প্রকৃতপক্ষে টিএমসির ইন্টার্ন চিকিৎসকেরা মাসে ১২৫০০ টাকা করে স্টাইপেন্ড পাচ্ছেন । এই টাকা দিয়ে বর্তমান সময়কার অগ্নিমূল্যের বাজারে তাদের খাওয়া – দাওয়া ঠিক মতো হচ্ছে না । তদুপরি তাদেরকে প্রায় প্রতিদিনই মধুপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পাঠানো হচ্ছে । মধুপুর প্রাথমিক হাসপাতালে যেতে আসতে তাদের খরচ হচ্ছে ৪০০ টাকার মতো । এই অবস্থায় তারা মাসিক স্টাইপেন ১৪৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার ৫০০ টাকা করার দাবি কর্তৃপক্ষের কাছে জানিয়েছিলেন । কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি কর্ণপাত করেনি । ফলে সোমবার থেকে তারা ত্রিপুরা মেডিকেল কলেজ চত্বরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হোন।
রাজ্য
স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে ত্রিপুরার মেডিকেল কলেজের ইন্টার্নদের কর্মবিরতি জারি রইল আজও
- by janatar kalam
- 2022-06-14
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this