জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সোমবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে সিপিআই(এম-এল ) লিবারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআই(এম-এল ) লিবারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক পার্থ কর্মকার বর্তমান রাজ্য সরকারকে এক হাত নিয়ে বলেন বর্তমানে বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে রাজ্যে গণতন্ত্র নেই , আইনের শাসন নেই , ২০১৮ বিধানসভা নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি পালনে সম্পূর্ণ ব্যার্থ সরকার , তাছাড়া সাংবাদিকদের উপর আক্রমণ , সংবাদ পত্রের অফিস ভাংচুর ইত্যাদির মত ঘটনা সংঘটিত হয়েছে রাজ্যে। তাই রাজ্যের মানুষ শাসক বিজেপি এই ধ্বংসাত্মক নীতি ও দানবীয় শাসন থেকে মুক্তি পেতে চাইছে তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের সকল বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার বলে জানান তিনি। তার পাশাপাশি তিনি এদিন আসন্ন উপনির্বাচনে ৮ বড়দোয়ালী ও ৬ আগরতলা কেন্দ্রে বিরোধী কংগ্রেসের প্রার্থীদের এবং সুরমা কেন্দ্রে তিপ্রামথার প্রার্থীকে সমর্থন জানাবে সিপিআই(এম-এল ) লিবারেশন বলে জানান তিনি।
রাজ্য
আসন্ন উপনির্বাচনে বিরোধীদের সমথন জানাচ্ছে সিপিআই(এম-এল ) লিবারেশন
- by janatar kalam
- 2022-06-13
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this