জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী ২৩ শে জুন রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই বিধানসভা উপনির্বাচনে ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের মনোনীত বিজেপি দলের প্রার্থী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা। উপনির্বাচনে ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্র থেকে জয়ী করার জন্য বরিবার বিধায়ক সুরজিত দত্তের নেতৃত্ব এক বাইক মিছিল বের করা হয়। এই বাইক মিছিলটি ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করেন। এই দিনের বাইক রেলি থেকে ডক্টর মানিক সাহাকে আগমী ২৩ শে জুন ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রাখেন বিধায়ক সুরজিৎ দত্ত। বলা চলে বিগত বহু বছরের অভিজ্ঞ জননেতা সুরজিৎ দত্ত, তাই ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের প্রার্থী ডাঃ মানিক সাহার সমর্থনে যেভাবে বেরিয়েছেন তাতে করে বড়দোয়ালী কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহার জয় একপ্রকার নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক মহল।
রাজ্য
৮ বড়দোয়ালী কেন্দ্রের প্রার্থীর সমর্থনে বিধায়ক সুরজিৎ দত্তের নেতৃত্বে অনুষ্ঠিত হলো বাইক রেলি
- by janatar kalam
- 2022-06-12
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this