2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

করোনা ভাইরাস থেকে রক্ষার্থে স্যানিটাইজার প্যানেলের স্থাপন তেলিয়ামুড়া বাজারে

তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে তেলিয়ামুড়া ফল বাজারের মাস্টার দা সূর্যসেন এর প্রতিমূর্তির পাদদেশে বাজারে আসা প্রত্যেকে যাতে বাজারে আসার সময় ও যাওয়ার সময় করোনা ভাইরাসের এর আক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারে সেই জন্য স্যানিটাইজার প্যানেলের ব্যবস্থা করেছেন তেলিয়ামুড়া পৌর পরিষদ । যাতে করে জনগণ তার সারা শরীর স্যানিটাইজ করাতে পারেন সেই জন্যই তেলিয়ামুড়া পৌর পরিষদের এই উদ্যোগ । উক্ত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, পৌর পিতা নিতীন সাহা সহ আরও অন্যান্যরা । এ নিয়ে বিধায়িকা শ্রীমতি কল্যাণী রায় নিজ প্রতিক্রিয়ায় আশা ব্যাক্ত করেন যে বাজারে আসা জনগণ যেন সোশ্যাল ডিসটেন্স বা সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারে ক্রয় -বিক্রয় করেন

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service