2024-12-28
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিজেপি প্রার্থী অশোক সিনহার প্রচার কর্মসূচিতে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শনিবার ৬ আগরতলার বিজেপি প্রার্থী অশোক সিনহা বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন বিটার বন ও মোল্লাপাড়া এলাকায়, এদিনের প্রচারে সাথে ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীসহ বিজেপির কর্মী-সমর্থকেরা। উপনির্বাচনে ভোট প্রচারে শাসক দল বিজেপির হেভিওয়েট নেতৃত্বদেরকে নিয়ে ভোট ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে তার তুলনায় অন্যান্য দলের সেই রকম দেখা যায় না। ৬ আগরতলা কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন রাজ্যের জনগন কারন বিগত ২৫ বছর ধরে এই বিধানসভা আসন প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন এর দখলে, কিন্তু বর্তমানে তিনি কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হয়ে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনকে হারানো কষ্টসাধ্য হবে বলে মনে করছেন জনগণ , কিন্তু এ কেন্দ্রকে নিয়ে শাসকদল ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন এই দিন বিটারবন মুল্লাপাড়া এলাকায় বিজেপি প্রার্থী অশোক সিনহা হয়ে বাড়ি বাড়ি ভোট চেয়েছেন তথ্য ও সংস্কৃতি দপ্তর মন্ত্রী সুশান্ত চৌধুরী, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস এই যে মন্ত্র মোদি জি ভারতবর্ষে প্রদান করেছেন জনগণের জন্য জনগণের উন্নয়নের ভারতবর্ষে অন্যান্য রাজ্যে মন্ত্রে মুগ্ধ হয়ে সারাদেশে মোদীজি কে সমর্থন করছে বিজেপি শাসন ক্ষমতায় রাখছে। এই রাজ্যের চার খানা বিধান সভা কেন্দ্রে উপনির্বাচন তাই ৬ আগরতলার কন্দ্রের বিজেপি প্রার্থী ঘোষণার সমর্থনে বাড়ি বাড়ি জনগণের কাছে ভোটের আহ্বান রেখেছেন।এই বিটারবন এলাকাটা দীর্ঘদিন ধরে অনুন্নত এলাকা এখানে আগে যে বিধায়ক ছিলেন তিনি উন্নয়ন করেনি এবং বাম আমলে ও হয়নি, তাই স্বাভাবিকভাবে উন্নয়ন একটা বিশেষ লক্ষ্য যার সারা পরিলক্ষিত করা যাচ্ছে এবং বিশ্বাস রয়েছে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে রেকর্ড মার্জিনে বিজেপি প্রার্থী অশোক সিনহাকে জয়ী করবেন এবং চার খানা বিধানসভা উপ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে জানান তিনি

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service