জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপি প্রার্থী ডক্টর অশোক সিনহা লাড্ডু চোমুনি এলাকায় বাড়ি বাড়ি প্রচারে ঝড় তোলেন। এই দিন সাথে ছিলেন বিজেপি বিধায়ক ও কর্মী-সমর্থকরা। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রবিগত বহু বছর ধরে সুদীপ রায় বর্মন এর হাতে ছিলো কিন্তুু এবার উপ নির্বাচনে কার দখলে যায় তা একমার ভোটারদের উপরই নির্ভর করে তাই বিজেপি দলের প্রার্থী অশোক সিনহা নিজের জয় সম্পক্রে ১০০ শতাংশ সাড়া পাচ্ছে বলে জানান পাশাপাশি তিনি আরো বলেন মানুষ চায় উন্নয়ন আর উন্নয়নে সাথে কাজ করতে চায় জনগন কিছু মানুষ তো নিজের জন্য নয় অন্যের জন্য উন্নয়ন চাইছে এটা একটা পজেটিভ সাইন বিজেপি দল অন্য কিছু নিয়ে চিন্তা করে না শুধু উন্নয়ন নিয়ে চিন্তা করে বলে জানান তিনি।
রাজ্য
উন্নয়নই মূল লক্ষ্য – ডাঃ অশোক সিনহা
- by janatar kalam
- 2022-06-10
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this