2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নিয়োগের দাবিতে BHMS Doctor association এর Mission Directorer এর নিকট ডেপুটেশন প্রদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার হোমিওপ্যাথি বেকার ডাক্তাররা Mission Director (NHM, Govt of Tripura) এর নিকট নিয়োগ সংক্রান্ত দাবি নিয়ে সাক্ষাৎ করবেন , কেননা বিগত অনেক দিন ধরেই হোমিওপ্যাথিতে কমিউনিটি হেলথ অফিসে সেখানে স্থায়ী নিয়োগের দাবি নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে আসছে বেকার হোমিওপ্যাথি ডাক্তাররা। এর আগেও দপ্তরের অধিকর্তার নিকট এই সংক্রান্ত দাবি নিয়ে আসা হয়েছিল বেকার ডাক্তারদের কিন্তু তখন কোন সদুত্তর দিতে পারেননি দপ্তরের অধিকর্তা তাই আজ অধিকর্তার ডাকে সারা দিয়ে দপ্তরে আসলেন বেকার ডাক্তাররা , এদিন সংবাদ মাধ্যমকে এক ডাক্তার বলেন আজ যদি কোন প্রকার নিয়োগ সংক্রান্ত কোন প্রকার পজিটিভ সাইন মা পাওয়া যায় তাহলে দপ্তরের বাইরের আন্দোলনে বসে পড়বে বলে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service