2024-11-17
agartala,tripura
রাজ্য

আনুষ্ঠানিকভাবে শুরু হল আগরতলা কলকাতা ভায়া ঢাকা আন্তর্জাতিক বাস পরিষেবা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার আগরতলা কলকাতা ভায়া ঢাকা আন্তর্জাতিক বাস পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। উপস্থিত ছিলেন পর্যটন ও পরিবহন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ও মেয়র দীপক মজুমদার টিআরটিসি’র ম্যানেজিং ডিরেক্টর বাংলা দেশ সহকারী হাই কমিশনার আরিফ মহাম্মদ সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী প্রনজিত সিংহ রায়সহ অন্যান অতিথিরা। এই দিন সবুজ পতাকা নাড়িয়ে বাস পরিষেবার শুভ সুচনা করেন এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহনমন্ত্রী প্রনজিত সিংহ রায় বলেন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে রাজ্যে প্রায় একবছর ধরে রেল কানেকটিভিটি বিচ্ছিন্ন হয়ে আছে এবং তা ঠিক হতে বেশ কিছু দিন সময় লাগবে তার পরে ও প্রচুর মানুষ বাস এবং বিমানে চিকিৎসার জন্য কিংবা ব্যাবসার কাজে প্রতিনিয়ত পাড়ি দিচ্ছেন সেই ক্ষেএে বিমান বাড়ানোর চিন্তা ভাবনা করছে সরকার বলে উনার বক্তব্যে তোলে ধরেন পাশাপাশি তিনি আরো বলেন আজকে যেই মৈত্রী বাস চালু হচ্ছে এই গাড়ির কেপাসিটি ৪০ জন যাএী যেতে পারে এবং তার মধ্যে আজকে ২৮ জন যাএী যাচ্ছে এবং সেটা অবশ্যই প্রথম দিন আগামী দিন থেকে গাড়ি যখন আরো বেশি সংবাদমাধ্যম এর মাধমে রাজ্যের মানুষ জানতে পারবে মৈত্রীবাস চালু হয়েছে এবং সপ্তাহের একদিন বাদ দিয়ে বাকি সব দিন চলবে তাহলে মানুষ যাওয়ার সুযোগ পাবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service