জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার অভিযানে বের হলো তৃণমূল কংগ্রেস, শুধু রাজধানীতে নয় যে চারটি কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই কেন্দ্রে ও শুরু হয়েছে বাড়ি বাড়ি প্রচার অভিযান। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ৬ আগরতলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পান্না দেব জি বি বাজার এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হন, উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সভাপতি সুবল ভৌমিকসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সুবল ভৌমিক সংবাদমাধ্যমকে জানান এই রাজ্যে চার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ নাকি ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে এখানে রথি মহারথীরা দাড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস জনগনের উপর দৃঢ় বিশ্বাস এই ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে বিশেষ করে সব অংশের মানুষ একটা বিরাট সংখ্যায় মানুষ কোন ভাবেই এই সরকারের শাসন ফিরিয়ে আনতে চায় না মানুষ ভীতসন্ত্রস্থ হলে ও দৃঢ় প্রতিজ্ঞ এবার নির্বাচনে আমরা আমাদের অধিকার প্রয়োগ করব কোনভাবেই একটি মানুষ অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত থাকবেন না এবং কোনভাবেই কিছু করতে পারবেন না নির্বাচন কমিশনের কাছে যাওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের সভাপতি মনে করেন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী পান্না দেব যেই ভাবে গরীব মানুষের জন্য কাজ করে গেছেন তারই প্রতিফলন এলাকায় এলাকায় একটাই আওয়াজ উঠেছে পান্না দেবে কে জনগণ চায় পান্না দেব সহ চার কেন্দ্রের প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা ব্যক্ত করেন।
রাজ্য
বাড়ি বাড়ি প্রচারে আশীস সাহা
- by janatar kalam
- 2022-06-09
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this