2024-12-15
agartala,tripura
রাজ্য

এবার করোনা সচেতনতায় এগিয়ে শিশুরা,গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন রাজধানীতে

জনগনকে সচেতন করার উদ্যেশে সরকার ও প্রশাসনের সাথে এবার মাঠে নামলো শিশুরাও। জানা যায় রাজধানীর মেলারমাঠস্থিত ৭লাখি পুকুরপাড় এলাকার শিশুরা করোনা সচেতনতা মূলক নানা ধরনের চিত্র অঙ্কন করতে দেখা যায়। অঙ্কিত চিত্রগুলিতে মূলত মাস্ক পড়া ব্যাক্তি এবং করোনা ভাইরাসের ছবি দেখতে পাওয়া যায়। এদিনের কমসূচি নিয়ে তাদেরকে জিজ্ঞেসা করা হলে এরা জানায় মানুষ যেন বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হয় ও করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অবলম্বনে যেন মানুষ সচেতন হয় তারেই উদ্যেশে আজকের এই কর্মসূচি বলে জানান

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service