জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- GoT “ত্রিপুরা S.T রোগীদের (আর্থিক সহায়তা) বিধিমালা 2018”-এর নিয়ম সংশোধন করেছে৷ যার অধীনে এসটি সম্প্রদায়ের রোগী, অগ্রাধিকার পরিবার, APL(PG), অন্তোদয় যোজনা রেশন কার্ডের পাশাপাশি যাদের বার্ষিক পারিবারিক আয় ₹ 2.50 লক্ষের নিচে তারা এই প্রকল্পের অধীনে সুবিধা পাওয়ার জন্য যোগ্য হবেন। কেননা সরকারের মূল উদ্দেশ্য হল দরিদ্র ST রোগীদের GoT থেকে ₹15000 পর্যন্ত চিকিৎসার খরচ পেতে সাহায্য করা। পূর্বে শুধুমাত্র BPL রেশন কার্ড ধারক এবং ব্যক্তি যাদের পরিবারের আয় ₹80000 এর কম তারা এই স্কিমের জন্য যোগ্য ছিল। এখন GoT আরও নমনীয়তা দিয়েছে যাতে আরও বেশি রোগী এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
রাজ্য
GoT “ত্রিপুরা বিধিমালা 2018”-এর নিয়ম সংশোধন করেছে
- by janatar kalam
- 2022-06-04
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this