জননেত্রীর দায়িত্ত্ব পালনে সম্পূর্ণভাৱে দায়বদ্ধতার প্রমান দিলেন রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিক। জানা যাই আজ রাজ্যের সাংসদ প্রতিমভৌমিকের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার সমস্থ থানা, এসডিপিও কার্যালয়ে ও সমস্থ সাংবাদিকদের উদ্দেশ্যেএলাকার বিধায়িকা কল্যাণী রায়ের হাত দিয়ে স্যানিটাইজার ও মাস্ক তুলে দেওয়া হয়। রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিকের এধরনের কর্মসূচি রাজ্যের মানুষকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সাহসের যোগান দেবে বলে ধারনা অভিজ্ঞ মহলের একাংশের।
janatar kalam Blog রাজ্য পশ্চিম জেলা সাংসদের উদ্যোগে বিধায়িকার হাত দিয়ে সাংবাদিক ও প্রশাসনের আধিকারিকদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরন
Leave feedback about this