জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার ৮ টাউন বড়দোয়ালী ও ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিরোধী সিপিআইএম মনোনীত প্রার্থীরা রাজধানী আগরতলা শহরে মিছিল করে মনোনয়নপত্র জমা দেন। এদিন সি পি আই এমের মিছিল আগরতলা রাজপথ পরিক্রমা করে তাতে নারী পুরুষ ও কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসিত ভাবে মনোনয়নপত্র মিছিলে অংশগ্রহণ করেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৮ নং বড়দোয়ালী কেন্দ্রের প্রার্থী রঘুনাথ সরকার বলেন জয় সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত, রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি চলছে সাধারণ মানুষের বাঁচার অধিকার নেই মানুষের নিরাপত্তা নেই মেয়েদের নিরাপত্তা নিয়ে শাসন ব্যবস্থা আছে বলে কিছু মনে হয়না, পুলিশ দাসে পরিণত হয়েছে ত্রিপুরার মানুষ এর থেকে মুক্তি চাইছে, জনগণ উপনির্বাচনে তাদের অধিকার প্রয়োগ করবেন জনগণ সাথে আছে বলে জানান তিনি। এই দিকে ৬ আগরতলা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণা মজুমদার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সারা রাজ্যের বর্তমান পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে যে রাজ্যে গণতন্ত্র রক্ষিত হচ্ছে না, গণতান্ত্রিক অধিকারগুলো লুন্ঠিত হচ্ছে, যেখানে শান্তির বাতাবরণ নেই এবং যে রাজ্যে নারীদের মান সম্মান সবকিছুই নিরাপত্তাহীনতায় ভুগছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে ১০৩২৩ যে প্রতিশ্রুতি দিয়েছিল তাদের স্থায়ী চাকরি সমাধান করবেন সেগুলো কোনো কিছুই কিন্তু বর্তমান সরকার করেননি তাই রাজ্যের জনগণ সবকিছু বিচার করে উপ নির্বাচনে সি পি আই এম মনোনীত প্রার্থীদের ভোট দেবেন বলে আশা ব্যক্ত করেন।এই দিন ৬ আগরতলা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ মজুমদার মনোনয়নপত্র জমা দিলেন রিটার্নিং অফিসার শৈলেশ যাদবের হাতে এবং ৮ নং কেন্দ্রের প্রার্থী রঘুনাথ সরকার মনোনয়নপত্র জমা দিলেন সদর মহাকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অসীম সাহার হাতে।
রাজ্য
ঢাক ঢোল পিটিয়ে বিশাল কর্মী সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিল সিপিআইএমের প্রার্থীরা
- by janatar kalam
- 2022-06-03
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this