2024-12-15
agartala,tripura
রাজ্য

মানুষের সমস্যা কমে নি বরং বেড়েছে প্রচারে বেরিয়ে এমনটাই অভিযোগ কংগ্রেস নেতা আশিস সাহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- স্মার্ট সিটি প্রকল্পের টাকা নানাভাবে খরচ হয়েছে, প্রকল্পের টাকা লুটপাট করে দুর্নীতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকায় প্রচার করতে গিয়ে এই অভিযোগ করেন প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা। কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা পুরো ফর্ম নিয়ে প্রচার চালিয়ে যান। প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা প্রতিদিন সকালে শহরের বারদোয়ালি বিধানসভা কেন্দ্রে প্রচার চালাচ্ছেন। দলীয় কর্মী-সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। বৃহস্পতিবার আশীষ কুমার সাহা দলীয় কর্মীদের নিয়ে অমিয় সাগর পাড় এলাকায় প্রচারে বের হন। এদিন তিনি আবারও এই এলাকার ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। স্মার্ট সিটির টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মানুষের সমস্যা কমেনি বরং বেড়েছে। তিনি বলেন, আগামী দিনে কংগ্রেস সরকার গঠিত হলে পরিকল্পনা নিয়ে এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service