2024-12-19
agartala,tripura
রাজ্য

উপ নির্বাচনকে কেন্দ্র করে ৮ বড়দোয়ালী কেন্দ্রে কংগ্রেসের মিছিল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সরকার ভিষন ডকুমেন্টে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনে জয়লাভ করলে পরে সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করার সময়ে প্রাক্তন বিধায়ক আশিষ কুমার সাহা কিন্তুু বি জে পি দলে ছিলেন। উনার কি যে ভিমরতি হলো ৪ বছরের মাথায় দল থেকে পদত্যাগ করেন এখন তিনি কংগ্রেস দলে, তাই তিনি এখন বিজেপি দল নিয়ে কটাক্ষ করছেন আদতে দল ভালো না, না কি নিজেই ভালো না সেটা জনগন বিচার করবে। উপনির্বাচনে ৮ নং বড়দেওয়ালী কেন্দ্র থেকে কংগ্রেস দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করবেন আষিশ কুমার সাহা। রবিবার আগরতলার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন থেকে উপনির্বাচনকে সামনে রেখে টাউন বড়দোয়ালী আশীষ সাহা কে জয়ী করার লক্ষ্যে এক মিছিলের আয়োজন করা হয়।এই দিনের মিছিলে উপস্তিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা, টাউন বড়দোয়ালী কেন্দ্রের প্রার্থী আশীষ সাহা সহ অন্যান্য কংগ্রেস কর্মী সমর্থকরা।এই দিন মিছিলটি ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করেন। এই দিন তিনি সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা আষিশ কুমার সাহা বলেন আসন্ন উপনির্বাচন দোরগোড়ায় আগামীকাল সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে ভারতীয় জাতীয় কংগ্রেস এই উপনির্বাচনে প্রতিদ্বন্দিতায় নামে এই এলাকার গণদেবতা দের নতুনভাবে রায় নেবার জন্য এক পদযাত্রা সামিল হয়েছেন। টাউন বড়দোয়ালী এটা কংগ্রেসের ধারাবাহিক যে জয় এটাকে সূচীত করে আগামী দিনে ও এই ধারবাহিকতা বজায় রাখবে গণদেবতা দের প্রতি এই আহ্বান রাখেন পাশাপাশি তিনি আরো বলেন যারা চার বছরের অধিককাল শাসন ক্ষমতায় ছিল এই রাজ্যের মানুষ পরিবর্তন চেয়ে ছিল উন্নয়নের জন্য পরিবর্তন চেয়েছিল শান্তির সমৃদ্ধির সম্পত্তির জন্য চার বছর একটা ব্যর্থ সরকার হিসেবে এই রাজ্যে আজকে জনমনে যে খুব যেই ঘৃণা একটা সরকারের প্রতি যে অবিশ্বাস এই অবিশ্বাসের পরিপ্রেক্ষিতে আজকে জনগণের কাছে যেতে কংগ্রেস বদ্ধপরিকর জনগণের আশীর্বাদ চাইতে জনগণের দরজায় দরজায় বলে জানান তিনি। এই দিন রাজ্য সরকারের বিরুদ্ধে ও অভিযোগ তোলেন বিজেপি দলের প্রক্তন বিধায়ক।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service