2024-12-15
agartala,tripura
রাজ্য

নবনির্মিত পাকা ড্রেন পরিদর্শনে এলাকার কর্পোরেটর সুখময় সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আগরতলা পুর নিগমের নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। এমনই এক দৃষ্টান্ত লক্ষ্য করা গেল রবিবার। দীর্ঘদিন ধরে ধলেশ্বর রাধামাধব সরনী এলাকার তপন সিনহার বাড়ি থেকে স্বরাজ সাহার বাড়ি অবধি যে ড্রেইন রয়েছে তা বেহাল অবস্থায় পরিণত, বিগত সরকারের আমলে এলাকাবাসীরা এলাকার নির্বাচিত কর্পোরেটরকে এ বিষয়ে অবগত করলেও কাজের কাজ কিছুই হয়নি। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পুর নিগম নির্বাচনে বনমালীপুর 24 নং ওয়ার্ডের কর্পোরেটের হিসাবে নির্বাচিত হওয়া শ্রী সুখময় সাহার নিকট এই সমস্যা তুলে ধরার পর বেহাল অবস্থায় থাকা এই ড্রেইটিকে পাকা কালভার্ট ড্রেইনে সাড়াই করিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধান করলেন। তারই পরিপ্রেক্ষিতে রবিবার নবনির্মিত পাকা ড্রেন পরিদর্শনে আসেন এলাকার কর্পোরেটর সুখময় সাহা এবং সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান পুর নিগমের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর, এলাকা মানুষের সমস্যার সমাধানে পুর নিগমের করপোরেটররা নিজের দায়িত্বে সচল থাকবে এবং আজ এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা পূরণ করতে পারে নিজেকে সুখী মনে হচ্ছে বলে অভিমত ব্যক্ত করলেন, তাছাড়া এই দিন দীর্ঘদিন এই সমস্যায় জর্জরিত থাকা স্থায়ী বাসিন্দা শ্রী অনন্ত কুমার সিংহ এই সমস্যা সমাধানে খুশি ব্যক্ত করলেন এবং জানালেন এই সমস্যা সমাধানের পর তাদের সুবিধা হচ্ছে বলে। এদিনের পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯ বনমালীপুর মন্ডল কমিটির সদস্য তরুণ সিংহ এবং এলাকার কার্যকর্তাগন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service