2024-12-17
agartala,tripura
রাজ্য

লক ডাউনকে মান্যতা দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পূজিত হলো বাবা গড়িয়া

আজ জাতি উপজাতিদের গড়িয়া উৎসব , অন্যান্য বছর এই দিনটি দশনার্থীদের ভিড়ে ও জাতি উপজাতিদের মিলনস্থলে রূপান্তরিত হয়ে পূজা প্রাঙ্গন অন্য মাত্রা পেত। এবছর লক ডাউনের ফলে পূজা প্রাঙ্গনের চিত্র একটু ব্যতিক্রম পরিলক্ষিত হলো । জানা যায় সোমবার রাজধানীর ইয়ংস কর্নার ক্লাবের উদ্যোগে ক্লাবের প্রাঙ্গনে গড়িয়া পূজার আয়োজন করা হয় , লক ডাউনের নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাব কর্তৃপক্ষরা নিয়ম রক্ষার্থে এবছরের পুজো সেরে নিচ্ছেন ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service