জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরার অ্যাঙ্গলিং অ্যান্ড অ্যাকোয়াটিক কনজারভেশন সোসাইটির উদ্যোগে মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এম বি বি কলেজ লেইকে। দু’দিনব্যাপী চলবে এই প্রতিযোগীতা। এই প্রতিযোগিতায় সব থেকে বড় মাছ যিনি শিকার করবেন তার জন্য রয়েছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার রয়েছে ডাবল ডোর ফ্রিজ, তৃতীয় পুরস্কারে হয়েছে 32 ইঞ্চি টিভি। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। এদিন মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন মাছ ধরা একটা নেশা এটা একটা আনন্দের বিষয়। যারা বিভিন্ন পেশার সাথে জড়িত রয়েছেন তাদের বিনোদনের উদ্দেশ্যে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন। তাছাড়া এদিন তিনি আরও বলেন যারা পুকুর বা নদীর সাথে জড়িত থাকেন বিশেষ করে গ্রামে গঞ্জের মানুষেরা মাছধরার মধ্য দিয়ে বিশেষ আনন্দ উপভোগ করে থাকেন। আর এই কলেজটিলাস্থিত যে লেইক রয়েছে তাতে দেখা গিয়েছে এই মাছ ধরা প্রতিযোগিতায় কেন্দ্র করে শহরের বাইরে থেকেও অনেকে আসেন এই আনন্দ উপভোগ করতে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চা নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সুখময় সাহা, ভারতীয় জনতা পার্টির ৯বনমালীপুর মন্ডলের সভাপতি দীপক কর সহ অন্যান্যরা।
রাজ্য
অনুষ্ঠিত হল ত্রিপুরার অ্যাঙ্গলিং অ্যান্ড অ্যাকোয়াটিক কনজারভেশন সোসাইটির উদ্যোগে মৎস শিকার প্রতিযোগিতা
- by janatar kalam
- 2022-05-28
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this