2024-12-18
agartala,tripura
রাজ্য

যথাযথ মর্যাদায় পালন করা হলো বিদ্রোহী ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার ২৬শে মে বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ তথা বিদ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। বাংলা সাহিত্যে “বিদ্রোহী কবি” হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তাঁর কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। কাজী নজরুল ইসলামের লেখা কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তাঁর লেখা গানের বৈচিত্রপূর্ণ সুরের লহরী কাব্যকথাকে তরঙ্গায়িত করে এগিয়ে নিয়ে যায়। তাঁর কবিতা আর গানের মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলিষ্ঠ প্রতিবাদ। তারই পরিপ্রেক্ষিতে আজ যথাযোগ্য মর্যাদায় বিনম্রতা ও শ্রদ্ধার সহিত রাজধানী আগরতলার নজরুল কলাক্ষেত্রে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন বিদ্রোহী কবি জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন মন্ত্রী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে যথার্থই বলেছেন-“কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু/ আঁধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন।” এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার,ত্রিপুরা উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর অরুণোদয় সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন করেন৷

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service