জনতার কলম ত্রিপুটা আগরতলা প্রতিনিধিঃ- নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে শাসক দলের যুব সংগঠন যুব মোর্চার কর্মকর্তারা। বুধবার ৮ নং টাউন বড়দোয়ালির মন্ডলের ২৮ নং বুথে জনসম্পর্ক অভিযান করা হয় এদিন । এই যনসংযোগ কর্মসূচিতে উপস্হিত ছিলেন সদস্য রজত দেবনাথ, সহ-মুখ্যপাত্র শুভ্রজিৎ দেবনাথ, এবং ৮ নং টাউন বড়দোয়ালির যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা দেব,সম্পাদক রাজদ্বীপ দেবনাথ এবং বুথ সভাপতি ও যুব মোর্চার বুথ সভাপতি সহ অন্যান্য কার্যকর্তাগণ ।প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে এই কর্মসূচি।
রাজ্য
মাঠে নেমে পড়লো যুব মোর্চা
- by janatar kalam
- 2022-05-25
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this