জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার মহাকরণে রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাংবাদিক বৈঠকে মিলিত হন। এদিনের বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সভার বৈঠকে গৃহিত একাধিক সিদ্ধান্তের তথ্য তুলে ধরেন। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন পরিবহণ দপ্তরের অধীনে ১৯ টি এম ভি আই-র পোষ্ট ছিল। এর মধ্যে ১৩ জন এম ভি আই কর্মরত অবস্থায় আছে। বাকী ৬ টি পদ বিলুপ্ত হয়ে যায়। মন্ত্রী সভা সেই ৬ টি পদ সৃষ্টি করে নতুন করে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। টি পি এস সি-র মাধ্যমে এই ৬ পদে নিয়োগ করা হবে। তাছাড়া ইতিমধ্যে পরিবহণ দপ্তরের কাজের পরিধি বৃদ্ধি পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে জানানোর পাশাপাশি ২০২১-২২ সালে পরিবহন দপ্তরের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ১০০ কোটি ৫৮ লক্ষ টাকা বলে জানান। পাশাপাশি এদিন পরিবহণ দপ্তরের জন্য আগামী ৫ বছরের জন্য ইলেকট্রিক ভ্যাহিক্যাল পলিসি লাগু করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা। এই পলিসির মাধ্যমে বর্তমানে রাজ্যে থাকা ৬০ হাজার যান গুলির ১০ শতাংশকে ইলেকট্রিকে রূপান্তর করা হবে। ইতিমধ্যে দেশের ১৪ টি রাজ্যে এই পলিসি কার্যকর করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের আসাম ও মেঘালয়ে এই পলিসি কার্যকর রয়েছে। এবার থেকে ত্রিপুরাতে এই পলিসি কার্যকর হবে। এদিন তিনি জানান রাজ্যে শব্দ, বায়ু দূষণ রোধে হবে বর্তমানে দ্বিচক্র যান ৪২ হাজার, ত্রিচক্র যান ১০ হাজার, চার চক্র যান ৭৫০০ এবং বাস ৫০০। মোট ৬০ হাজার যানের ১০ শতাংশকে ইলেকট্রিকে রূপান্তর করার মন্ত্রীসভার সিদ্ধান্তের কথা জানান তিনি। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকদের ২ থেকে ৩ গণ্ডা খাস ভূমি প্রদান করার মন্ত্রীসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে রাজ্যের মোট ৭২৩০ চা শ্রমিকের পরিবার উপকৃত হবে। বিনামূল্যে তাদের এ্যালটম্যান্ট দেওয়া হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
রাজ্য
পরিবহন দপ্তরে নিয়োগ ৬ এম ভি আই, পাশাপাশি রাজ্যে লাগু হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যাল পলিসি: সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2022-05-24
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this