2024-12-20
agartala,tripura
রাজ্য

চেয়ারম্যানের নিকট ত্রিপুরা মেডিকেল ও নার্সিং কলেজ কর্মচারী সংঘের ডেপুটেশন প্রদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার ত্রিপুরা মেডিকেল ও নার্সিং কলেজ কর্মচারী সংঘের পক্ষ থেকে চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন কর্মচারীর সংঘের সভাপতি শংকর দেব। কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া রয়েছে দীর্ঘদিন ধরে পুরন করা হচ্ছে না। রাজ্যে বিজেপি আই পি এফ টি জোট সরকার গঠন করার পরই অন্যান্য কর্মচারীদের জন্য বিশেষ করে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সপ্তপ পে কমিশন লাগু করা হয়েছে কিন্তু এখানে দেখা যাচ্ছে পূবে ২.২৫ যেই ফিড বেক ছিলো সেটাই এখানে দেওয়া হচ্ছে গত চার বছর ধরে যেটা ২.৫৭ যেটা ছিলো সেটা ত্রিপুরা মেডিকেল ওনার্সিং কলেজ কর্মচারীদের কে দেওয়া হয়নি। মিশর ও কর্মচারীদের বিভিন্ন সমস্যা রয়েছে অবসর যাওয়ার পর তাদের গ্রেচুয়েটি বলতে কিছু পায়নি বলে জানান কর্মচারীরসংঘের সভাপতি শংকর দেব। পাশাপাশি তিনি আরো বলেন ন্যূনতম পেনশন যেটা ভারতীয় মজদুর সংঘের দাবি পুরনো পেনশন প্রথা যেটা রয়েছে সেটা পুনরায় চালু করা এবং বিভিন্ন আউটসোর্সিং এর ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে রিক্রুটমেন্ট করা হচ্ছে ভারতীয় মজদুর সংঘ আউটসোর্সিং পছন্দ করে না বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service