2025-05-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সামাজিক কাজে এগিয়ে এলো যুব কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা প্রতিনিধিঃ- প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে গরিব ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে জহর নবোদয় বিদ্যালয় স্থাপন করেছিলেন যাতে করে গরিব ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা লাভ করতে পারে, প্রাক্তন প্রধানমন্ত্রীর দেখানো পথকে পাথেয় করে শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন স্বর্গীয় রাজীব গান্ধীজির প্রয়াণ দিবস উপলক্ষে যুব কংগ্রেসের পক্ষ থেকে আনন্দমার্গ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় । উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সহসভাপতি মহঃ সাহাজান ইসলাম,যুব নেতা কৃষ্ণেন্দু ঘোষ, অরিন্দম ভট্টাচার্য, লিটন ঘোষ,,পার্থ প্রতিম দত্ত, প্রিয়াঙ্কা দে, রুপা দাস ও লিপিকা সাহা সহ আরও অন্যান্য নেতানেত্রীরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় যুব কংগ্রেসের সহ-সভাপতি মোঃ শাহজাহান ইসলাম বলেন স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যে স্বপ্ন দেখেছিলেন দেশের যুব সমাজ আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে আজ উনার প্রয়াণ দিবসে সমগ্র যুব সমাজের প্রতি আহ্বান রাখেন উনারে চিন্তা ধারাকে দিক-দিগন্তে ছড়িয়ে দেওয়ার জন্য।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service