2025-05-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

জনগণের আর্থ সামাজিক জীবনমান বিকাশ এবং সর্বাঙ্গীন বিকাশের সম বিকেন্দ্রীকরণই আমাদের প্রাধান্য- বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার খোয়াই ধলাবিল এলাকায় রাম কুমার মুন্ডা, সারতী মুন্ডা সহ প্রধানমন্ত্রী আবাস যোজনার বিভিন্ন সুবিধাভোগীদের বাড়ি পরিদর্শনে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং এর বাস্তবায়ন সম্পর্কে অবগত হন l এদিন তিনি প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন আমি খুব খুশি যে মোদীজির আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলশ্রুতিতে, প্রতি বাড়িতে পাকা ঘর নির্মাণের সুফল ত্রিপুরাতেও সার্থকভাবে রূপায়িত হচ্ছে l জনগণের আর্থ সামাজিক জীবনমান বিকাশের পাশাপাশি সর্বাঙ্গীন বিকাশের সম বিকেন্দ্রীকরণই আমাদের প্রাধান্য l

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service