2024-12-18
agartala,tripura
রাজ্য

যথাযথ মর্যাদায় পালিত হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩২তম মৃত্যুবার্ষীকি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩২তম মৃত্যুবার্ষিকী। এদিন দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মণ, যুব কংগ্রেস পতাকা উত্তোলন করেন যুব কংগ্রেস সহসভাপতি মহঃ সাহাজান ইসলাম, এন.এস.ইউ.আই পতাকা উত্তোলন করেন সহসভাপতি অন্তরিপ সহ অন্যান্যরা। পরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন এবং আশিস সাহাসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা সংবাদমাধ্যমকে জানান প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক দিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাছাড়া দেশে গরিব অংশের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য দেশের প্রত্যেক রাজ্যে জওহর নবোদয় বিদ্যালয় স্থাপন করেছিলেন যার মধ্য দিয়ে মেধাবী ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার লাভ অর্জন করেছিলেন। তাছাড়া এদিন তিনি আরো জানান দেশের জনগণ কোনদিন দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে ভুলবে না। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service