2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর রাজপথে তৃণমূল কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে লাগামহীন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। এই মিছিলটি আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে আগরতলা রাজপথ পরিক্রমা করে। এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন তৃনমুল কংগ্রেস এর রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, তৃনমুল কংগ্রেস এর রাজ্য নেতৃত্বরা। এই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃনমূল কংগ্রেস এর রাজ্য সভার সাংসদ বলেন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ, রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোল এর দাম বৃদ্ধি পেয়ে চলেছে তাতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার কোন উদ্দ্যোগ নিচ্ছেন না, পাশাপাশি তিনি আরো বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভারতীয় জনতা পার্টি কেন মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করিয়েছেন তা সুস্পষ্টভাবে বলছেন না জনগণের সামনে সেই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service