জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার ৩৬নং ওয়ার্ড পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার, তাছাড়া উপস্থিত ছিলেন পুরনিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব ও কাউন্সিলর নিতু দে সহ আরো অন্যান্যরা। মূলত এদিন এলাকার নির্দিষ্ট সম্প্রদায়ের শ্মশান পরিদর্শন করেন এবং পাশাপাশি যা যা সমস্যা রয়েছে সেগুলো খতিয়ে দেখেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন বিগত ২৫ বছর ধরে এই শ্মশানের কোন উন্নয়ন হয়নি বাম আমলের সরকার উন্নয়নের কাজ না করে জনগনের সাথে রাজনৈতিক করেছে, পাশাপাশি এই শ্মশানে আলোর আভাব রয়েছে যারা মৃত দেহ সৎকারের জন্য আসেন তাদের অনেক অসুবিধার সন্মুখিন হতে হয়, নেই পানীয় জল এর ব্যবস্থা, নদীতে নামার ঘাট পযন্ত নেই এই সবকাজ গুলিকে অতিদ্রুত করবে বলে জানান পৌরনিগম এর মেয়র দীপক মজুমদার।
রাজ্য
পুর নিগমের ৩৬ নং ওয়ার্ল্ড পরিদর্শনে মেয়র দীপক মজুমদার
- by janatar kalam
- 2022-05-19
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this