জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার রাজ্যের খাদ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যে বর্তমানে খাদ্যশস্য মজুদ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান রাখেন। এদিন তিনি জানান রাজ্যে বর্তমানে গনবন্টন ব্যবস্থায় ৪২ দিনের চাল , ৩৮ দিনের গম , ২৮ দিনের চিনি , ৪১ দিনের মশুর ডাল , ৩৩ দিনের লবন এবং ১০ দিনের কেরোসিন তেল মজুত রয়েছে বলে এবং পেট্রোল ডিজেল নিয়ে রাজ্যবাসীর যে সমস্যা হয়েছে তা নিয়ে তিনি জানান আতঙ্কিত হওয়ার কিছু নেই পেট্রোল সরবরাহ করা শুরু হয়ে গিয়েছে এবং রাজ্যে যাতে পেট্রোপণ্য শর্ট না পরে তার জন্য রেশনিং ব্যবস্থার মাধ্যমে পেট্রোল দেওয়া হয়েছে এবং ডিজেল যা বাইরে থেকে আসে রেলপথের মাধ্যমে তা বর্তমানে সম্ভব নয়, তাই ডিজেল সড়কপথে শিলং এবং গোয়াহাটি থেকে আনা শুরু হয়ে গিয়েছে সুতরাং রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই ও পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ধরে দাড়ানোর কোন প্রয়োজন নেই বলে জানান খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব।
রাজ্য
আতঙ্কিত হবার কিছু নেই পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে রাজ্যে- মনোজ কান্তি দেব
- by janatar kalam
- 2022-05-19
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this