2024-09-19
agartala,tripura
রাজ্য

ভুল দিয়ে সূচনা সচেতনতা শিবিরের

বাল্য বিবাহ রোধে এক বিশেষ সচেতনতা মূলক কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন। এই কর্মসুচির অঙ্গ হিসেবে সোমবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজন করা হয় এক সচেতনতা শিবির। বিস্ময়ের বিষয় হল সচেতনতা শিবিরের ব্যানারে লেখা তারিখ সম্পর্কে কমিশনের পদাধিকারীরা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা নিজেরাই ছিল অসচেতন ।ব্যানারে সচেতনতা শিবিরের তারিখ লিখা ছিল ১০জানুয়ারি।
যদিও সোমবার ছিল ক্যালেন্ডারের তারিখে ২৭জানুয়ারি । প্রশ্ন উঠছে সমাজের বিশিষ্ট জনেরা বিশেষ করে যারা সাধারণ মানুষকে সচেতন করে তুলবে তারাই যদি অসচেতন হন তাহলে সমাজ সচেতন হবে কি করে । এদিনের সচেতনতা শিবিরে বাল্য বিবাহ রোধে একটি নাটক মঞ্চস্ত করা হয়। আলোচনা করেন কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ ,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট জনের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service