2024-12-15
agartala,tripura
রাজ্য

C A A , N R C , -র বিরুদ্ধে বিক্ষোভ প্রদেশ যুব কংগ্রেসের জাতীয় পঞ্জীকরণ, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ সহ ৫দফা দাবীর ভিত্তিতে বিক্ষোভ মিছিল সংঘটিত করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ সহ ৫দফা দাবীর ভিত্তিতে বিক্ষোভ মিছিল সংঘটিত করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস । মঙ্গলবার রাজধানী আগরতলায় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক সভায় মিলিত হয় । প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তুনু সাহার নেতৃত্বে আয়োজিত এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা সুবল ভৌমিক সহ যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা । এদিন সুবল ভৌমিক সংবাদ মাধমের নিকট জানান দীর্ঘ বছরের বাম সরকারের অপশাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করতে ত্রিপুরাবাসী বিজেপিকে ভোট দিয়েছিল । তবে বর্তমানে দেখা যাচ্ছে এক উন্মাদ বাহিনীর হাতে রাজ্যের ভার দেওয়া হয়েছে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service