2024-12-17
agartala,tripura
রাজ্য

আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে অধিক আসনে জিতিয়ে আনাই অন্যতম লক্ষ্য- বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ সোনামুড়া কাঁঠালিয়ায় বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন ২০২৩-এ ত্রিপুরায় বিজেপিকে অধিক আসনে জিতিয়ে আনাই অন্যতম লক্ষ্য । নাগরিক আস্থার পরিপূর্ণতা ও সমস্ত সংকীর্ণতার উর্দ্ধে উঠে সমস্ত প্রকল্পের সফল বাস্তবায়নের দ্বারা সার্বিক বিকাশে গতি তরান্বিত হয়েছে l সাধারনের মধ্যে থেকেই, আমি আগামী দিনেও নিরন্তর কাজ করে যাব l এক নতুন দিশায় ত্রিপুরা অগ্রসরমান l তাছাড়া এদিন তিনি আরো বলেন কাঠালিয়ায় আয়োজিত লাভার্থী সম্মেলনে স্থানীয় জনতার মধ্যে যে উচ্ছ্বাস দেখতে পেলাম তা অভূতপূর্ব। এই উৎসাহ ও উচ্ছ্বাস ই আমার শক্তি ও ঊর্জা। আপনাদের এই উচ্ছ্বাস আগামীদিনে আরও বৃদ্ধি পাক এই আশা করি বলে মত প্রকাশ করেন। এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মীসমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service